সিরাজগঞ্জর রায়গঞ্জে ত্রান সামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা - হৃদয় - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Friday, May 22, 2020

সিরাজগঞ্জর রায়গঞ্জে ত্রান সামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা - হৃদয়


আমিনুল ইসলাম হিরো,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত গরীব দিনমজুর ও মেহনতী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা সম্প্রীতি মঞ্চের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়। অত্র উপজেলার অসহায় পরিবারের মাঝে তার নিজস্ব লোকজনের মাধ্যমে গত দু’দিন ধরে ঈদ সামগ্রী বিতরণ করছেন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটে পড়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। আবুল কালাম আজাদ হৃদয়ের দেয়া ঈদ উপহার পাওয়া ধানগড়া ও ব্রম্মগাছা ইউনিয়নের শ্রমিকরা জানান, করোনা ভাইরাসের শুরুতে বিভিন্ন সময়ে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। দু’দিন পর যেহেতু ঈদ। তাই ঈদকে সামনে রেখে তিনি আবার আমাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চিনি, সেমাই, চাউল, মুসুরি ডাল, তৈল, লবন ও সাবান। হৃদয়ের এই ঈদ সামগ্রী উপজেলার সকল ওয়ার্ডে তার নিজস্ব লোকজন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে  পৌছে দেয়া হচ্ছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী আবুল কালাম আজাদ হৃদয় মুঠোফোনে জানান, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে খাবার সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্য অনুযায়ী অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করছি মাত্র। ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে এ উপহার  দেওয়া হবে। আমি রাজনীতি করি অসহায় মানুষের জন্য। সব সময়ই মানুষের পাশে থাকতে চাই। রায়গঞ্জের সবাই যাতে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পায় দোয়া করি। অসহায় মানুষেরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে ঈদ পালন করতে পারে। সে জন্য ঈদের সামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি নিজস্ব লোকের মাধ্যমে। জাতীয় এই সংকটে আমি রায়গঞ্জের জনগণের পাশে ছিলাম, বর্তমানেও আছি ভবিষ্যতেও যে কোন দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment