
নিজস্ব প্রতিনিধিঃ "ঈদ মোবারক" পবিত্র এই ঈদ-উল-ফিতরে মুসলিম জাতির সর্বস্তরের জনগনের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। রমজান মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হয়েছি।
বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়েছেন। রমজান মাসে গুণাহ বা পাপ বিমোচিত হয়, পূণ্য বা নেয়ামত বৃদ্ধি পায়। সারাদিন সকল ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দিয়েছেন মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে নেক্কার মুমিন বান্দা হিসেবে গড়ে তুলতে আমাদেরকে আগামীতে আরও ব্রতী হতে হবে।অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা করি। সমাজের উচ্চ পর্যায়ের মানুষের প্রতি আমার অনুরোধ,আমাদের চারপাশের সকল গরীব,দুখী,অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রতিটি সংগ্রামের সময়ে হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে তাদের দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করতে হবে।এই উদ্যেগ যদি সকল বৃত্তবান মানুষের মস্তিষ্কে প্রেরন করতে পারি, তাহলে আমরা সভ্যতার সর্বোচ্চ শিখরে আমাদের আশেপাশের পরিবেশকে একটি সুশীল সমাজে রুপান্তরিত করতে পারব। সকলের প্রতি শুভ কামনা রইলো।
শুভেচ্ছান্তে
মোঃ রাজিব আহমেদ (রাজু)
ব্যক্তিগত সহকারী
ড. মহিউদ্দিন খান আলমগীর (এমপি)
No comments:
Post a Comment