রাজশাহীতে পুলিশের নজর দারি আরও বৃদ্ধি করা হয়েছে - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, May 23, 2020

রাজশাহীতে পুলিশের নজর দারি আরও বৃদ্ধি করা হয়েছে



সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ করোনাভাইরাস ঠেকাতে ঈদে সতর্ক অবস্থানে থাকবে রাজশাহী প্রশাসন। ঈদের সপ্তাহজুড়ে রাজশাহী শহর ছাড়াও জেলার উপজেলা পর্যায়ে থাকবে নজরদারি। অব্যাহত থাকবে ভ্রাম্যমান আদালত, পুলিশ টহল, সেনাবাহিনীর বিশেষ টহল।

ইতিমধ্যে রাজশাহীর চেকপোস্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদের আগে দু’দিন ও ঈদের পরের তিনদিন প্রবেশপথে আরো বেশি কড়াকড়ি রাখা হবে। যাতে বাহির থেকে কেউ আসতে না পারে। এছাড়াও ঈদের আগে কোনো ধরনের মার্কেট খুলতে দেয়া হবে না। আর যদি সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কেউ দোকান বা মার্কেট খুলে তাকে গুনতে হবে জরিমানা। এছাড়াও বিনা কারণে নগরীতে ঘোরাঘুরি করলেও গুনতে হতে পারে জরিমানা।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানিয়েছেন, ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি বা যেখানে সেখানে ঘোরাফেরার বিষয়ে সরকারের কোনো অনুমতি নেই। সরকার এখন ঘোষণা দেননি।

তিনি বলেন, সরকার যেহেতু এধরনের কোনো ঘোষণা দেননি সেহেতু কোনো ব্যক্তি বাইরে থেকে রাজশাহীতে ব্যক্তিগত গাড়িতে প্রবেশ করলে তাকে আটক করা হবে। করা হবে জরিমানাও। তিনি বাইরে থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজশাহীতে না আশার জন্য আহ্বান জানান।

No comments:

Post a Comment