
আহসান হাবী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দেশবাসীকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। দেশবাসীকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ করোনা মহামারীতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলারও অনুরোধ করেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম নভেল করোনা ভাইরাস শনাক্ত হবার পর বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
দেশব্যাপী চলমান কর্মকাণ্ডের অংশ হিসেবে নরসিংদী ৩ আসনে সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত সহ জনসচেতনতা তৈরির কাজ করে আসছেন। একই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। কার্যক্রমের অংশ হিসেবে এরই মধ্যে নরসিংদীর শিবপুর পৌরসভা, মাছিমপুর, চক্রধা, দুলালপুর, পুটিয়া, জয়নগর ও যশোর ইউনিয়নে ৭ হাজারের বেশি পরিবারকে বিতরণ করেছেন নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করে মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিত সহ জীবাণুনাশ স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। আকরামুল হাসান জানান, এ বৈশ্বিক মহামরীকে নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে যার যার সামাজিক দাতবদ্ধতা এবং অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনমনে আতঙ্কের পাশাপাশি অসহায় দিনমজুরদের কাজের সুযোগ কমেছে। আসন্ন ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে দেশের সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
একই সাথে সমাজের বিত্তবানদেরও এসব অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার কথাও বলেন। এসময় জনগণের পাশে থাকবেন বলেও জানান তিনি। এ সময় আকরামুল হাসান সারা দেশে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের সহমর্মিতা নিয়ে মানুষের পাঁশে দাঁড়াতে বলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় করোনার এ সংকট বাংলাদেশ ও এ দেশের মানুষ কাটিয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য।
No comments:
Post a Comment