সিরাজগঞ্জে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচা, আইসিটি আইনে মামলা - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, May 11, 2020

সিরাজগঞ্জে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচা, আইসিটি আইনে মামলা




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখের সম্পর্কে ফেসবুকে মানহানী ও আপত্তিকর তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বাদী হয়ে বুুলবুল আহম্মেদ (৩০) নামে এক যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বুলবুল উপজেলার চর টেংরাইল গ্রামের সোলায়মান আকন্দের ছেলে।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, বুলবুল আহম্মেদ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন। এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী বুলবুল সহ সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

No comments:

Post a Comment