কচুয়ায় হতদরিদ্রদের মাঝে আওয়ামীলীগ নেতার ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, May 11, 2020

কচুয়ায় হতদরিদ্রদের মাঝে আওয়ামীলীগ নেতার ত্রাণ সামগ্রী বিতরণ




দৈনিক নতুন সংবাদ ডেস্কঃ চাঁদপুরের কচুয়ার বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা উত্তম কুমার দেবনাথ কোবিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ১১ মে সোমবার উপজেলার জাগির কালি মন্দির প্রাঙ্গনে আলিয়রা ,রাজবাড়ি,শাসনপাড়া,উত্তর শিবপুর ,সরাইলকান্দি ও কাঠালিয়া জাগির এলাকার ৩শত৫০জন কর্মহীন হত-দরিদ্রের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, আলু , পিঁয়াজ বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সমাজ সেবক উত্তম কুমার দেবনাথ।


এ সময় আওয়ামী লীগনেতা সফিকুল ইসলাম,যুবলীগ নেতা সুমন প্রধান,প্রবাস ফেরত মুকুল পাটওয়ারী,সমাজ সেবক চন্দন চন্দ্র বেজ, মৎস্য বসায়ী গোপাল চন্দ্র ভৌমিক,রবীন্দ্র চন্দ্র ভৌমিক,ব্যবসায়ী মানিক চন্দ্র ভৌমিক,সঞ্জয় চন্দ্র ভৌমিক বিতরন কাজে অংশগ্রহন করেন। উত্তম কুমার বলেন প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় ধর্ম,বর্ণ ,গোত্র নির্বিশেষে কর্মহীন অসহায়দের মাঝে বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া একই দিনে উত্তম কুমার ওই এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সমাজকর্মী ও এলাকার যুবকদের নিয়ে রাজ বাড়ি বাজারে জীবানুনাশক স্প্রে করেন।

No comments:

Post a Comment