ছবিঃ কচুয়া উপজেলা চেয়ারম্যানের বাবা ছাইয়েদ আলী মিয়ার জানাজার একাংশ। ইনসেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সাইয়েদ আলী মিয়া।
মোঃ জুয়েল রানা, দৈনিক নতুন সংবাদ ডেস্কঃ
চাঁদপুরেের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা ছাইয়েদ আলী মিয়া (৯০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ মে সোমবার ঢাকার মুগদা মেডিকেলে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাাহি ..রাজিউন)। প্রয়াত ছাইয়েদ আলী মিয়া কচুয়ার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী যিনি ঢাকায় আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,১ মেয়ে রেখে গেছেন।ওই দিন বাদ আসর নিজ গ্রাম উপজেলার জগতপুর মিয়াজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাজা সম্পন্ন হয়। এ সময় কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ডসুপারভাইজার হাসান মজুমদারসহ ইসলামিক ফাউন্ডেশনের চার সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সোহেল রানা,স্যানিটারী ইন্সপেক্টার,স্প্রে ম্যান উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন মিয়াজী বাড়ি জামে মসজিদের খতিব। প্রয়াত ছাইয়েদ আলী মিয়ার সুযোগ্য সন্তান কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ শতাধিক জনগন জানাজায় অংশ গ্রহন করেন।প্রয়াত ছাইয়েদ আলী মিয়ার লাশ বিকাল৫টার সময় জগতপুর এলাকায় নিয়ে আসা হয় । এ সময় পরিবারসহ ওসমগ্র কচুয়ায় শোকের মাতম বিরাজ করে।
জানাজা শেষে জগতপুর মিয়াজী বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এখানেই চির নিদ্রায় শায়িত হলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা। যে মানুষটিকে আর কখনই আপনজনদের মাঝে দেখা যাবেনা।
ছাইয়েদ অলী মিয়ার মৃত্যতে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো: গোলাম হোসেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈ
ম পাটওয়ারী দুলাল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।তাছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ বিএসসি,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
Monday, May 11, 2020
New
কচুয়ায় করোনা ভাইরাসে উপজেলা চেয়ারম্যানের বাবার মৃত্যু, জানাজা সম্পন্ন
About Daily notun songbad.com
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
সারাদেশ
Labels:
সারাদেশ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment