নোয়াখালীর নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানায় SSC (1972-2020) Students of Noakhali. - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Wednesday, July 8, 2020

নোয়াখালীর নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানায় SSC (1972-2020) Students of Noakhali.


কবর হোসাইন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে এসএসসি (১৯৭২-২০২০) স্টুডেন্ট'স অব নোয়াখালী গ্রুপ।

আজ বুধবার দুপুরে SSC (1972-2020) Students of Noakhali গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে।

এই বিষয়ে গ্রুপের ক্রিয়েটর এডমিন জনাব রিমন ভুঁইয়া জানান, করোনার কারনে স্বল্প পরিসরে নোয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খোরশেদ আলম খান কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। সে সময় তিনি শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের কে সময় দিয়ে স্বাগত জানিয়েছেন এবং আগামীতে সবসময়ই জেলাবাসীর কল্যাণে উক্ত গ্রুপের সকলকে স্বক্রীয় ভূমিকায় দেখার আহ্বান জানান।

No comments:

Post a Comment