করোনা ভাইরাসকে পাত্তা না দেওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট এবার নিজেই আক্রান্ত - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Wednesday, July 8, 2020

করোনা ভাইরাসকে পাত্তা না দেওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট এবার নিজেই আক্রান্ত



মোঃ রাকিব হোসেন, চান্দিনা প্রতিনিধিঃ জনসমক্ষে মাস্ক পরতে একাধিকবার অস্বীকৃতি জানান বোলসেনারো


করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারিকে ‘‘লিটল ফ্লু’’ বলে আখ্যায়িত করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসেনারো। মঙ্গলবার (৭ জুলাই) তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শরীরে জ্বর থাকা সত্ত্বেও একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের শারীরিক অবস্থা ভালো বলে দাবি করেছেন।

একাধিক উপসর্গ থাকায় পরীক্ষা করার জন্য সোমবার তার নমুনা সংগ্রহ করা হয়।

ব্রাজিলের সরকারি টেলিভিশন চ্যানেল টিভি ব্রাজিলে সম্প্রচারিত সাক্ষাৎকারে বোলসেনারো জানান, রবিবার অসুস্থ লাগতে শুরু করলে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন খেতে শুরু করেন। উল্লেখ্য, ম্যালেরিয়ার চিকিৎসায় এটি ব্যবহৃত হলেও কোভিড-১৯ এর ক্ষেত্রে এর কার্যকরিতা প্রমাণিত হয়নি এখনও।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার দিক দিয়ে ব্রাজিল বিশ্বে দ্বিতীয়। ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্রটিতে এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৫ হাজার।

মজার বিষয় হলো, জনসমক্ষে মাস্ক পরতে একাধিকবার অস্বীকৃতি জানান বোলসেনারো। এমনকি গত জুনে এ বিষয়ে আদালতের নির্দেশও উপেক্ষা করেন তিনি। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধিও উপেক্ষা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

No comments:

Post a Comment