মোঃ রাকিব হোসেন/ মোঃ এমরান হোসেন, চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় ঐতিহ্যবাহী ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। ২১মে ২০২০ খ্রীষ্টাব্দে এ শহীদ মিনার নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
বাংলাদেশ মেডিকেলাইজিস্ট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তের বিশেষ বাজেটে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র মজুমদার জানান, ভোমরকান্দি গ্রামসহ আশেপাশের গ্রাম গুলোতে শিক্ষার মানোন্নয়নের জন্য ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন মরহুম আব্দুল আউয়াল মোল্লা সাহেব
প্রতিষ্ঠালগ্নের পর থেকেই অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। অভিবাকদের সহযোগিতায় ও ম্যানেজিং কমিটির দক্ষ পরিচালনায় প্রতি বছরই এসএসসি ও জেএসসিতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে।

No comments:
Post a Comment