বাংলাদেশে এখন নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতিত হয়। - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Sunday, July 5, 2020

বাংলাদেশে এখন নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতিত হয়।


এমরান হোসাইন চান্দিনা,( কুমিল্লা )প্রতিনিধিঃ বাড্ডা এলাকার খায়রুল নামে একটি ছেলে। তার ভালোবাসার মানুষের ডাকে সাড়া দিতে গিয়েছিলো মেয়েটির বাসায়। তারপর মেয়েটির বাবা খায়রুল কে চোর অপবাদ দিয়ে ধরে ফেলে।


 কিন্তু বন্ধুদের মতে খায়রুল অত্যন্ত নম্র, ভদ্র, সুশীল ছেলে এবং লেখা পড়ার দিক দিয়ে খায়রুল ভালো একজন স্টুডেন্ট। বাড্ডা এলাকায় খায়রুল এর খবর নিলেও জানা যাবে তার সততা ও নিষ্ঠা কত মহান।


মেয়েটির বাবা মেয়েটিকে জিজ্ঞেস করেছিলো 'ছেলেটি কে। মেয়েটি সাথে সাথে পল্টি খায়। মেয়েটি নাকি খায়রুলকে চিনে না৷


মেয়েটির বাবা খায়রুলের মাথায় আঘাত করে এবং অনেক অত্যাচার করে।


তারপর মেয়েটির বাবা তাদের বাড়ির ছাদ থেকে বৈদ্যুতিক খাম্বার উপর ফেলে দেয়। ঐ খাম্বার ভেতর ১৭০০ ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়। 
সেখানে তার শরীরের ৬০% অংশ পুড়ে যায়।


মেয়েটি যদি খায়রুলকে না চিনতো, তাহলে এমন ঘনিষ্ঠ ছবি কিসের। আর এই ছবিতে স্পষ্ট প্রমাণিত হয়। যে মেয়েটার ছেলেটার সাথে রিলেশন আছে।


অতঃপর,২৩/০৬/২০২০ তারিখ রাত ১২.১৫ মিনিটে খায়রুল চলে যায় আমাদের সকল কে ছেড়ে না ফেরার দেশে।

( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )


এমন যদি হয় দেশের ও সমাজের বাস্তবতা তাহলে মানুষ মানুষ কে বিশ্বাস করবে কিভাবে।

No comments:

Post a Comment