সিরাজগঞ্জে চোরাই মটরসাইকেল সহ চক্রের ৩ সদস্য আটক - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, July 18, 2020

সিরাজগঞ্জে চোরাই মটরসাইকেল সহ চক্রের ৩ সদস্য আটক



স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারাম গ্রামে অভিযান চালিয়ে আন্তঃ জেলা মটরসাইকেল চোরাই কারবারী চক্রের  ৩ সদস্যকে গ্রেফতার করেছে ।  গ্রেফতারকৃতরা  রায়গঞ্জ উপজেলার সোনারাম গ্রামের সাচ্চু সেখ (২৫)  তাড়াশ  উপজেলার  উত্তর শ্যামপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৪)  এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের বজলার রহমান দুলাল (৫৮)।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৩টি মটরসাইকেল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মটরসাইকেল চোরাই চক্রের সদস্য হিসেবে জড়িত ছিল বলে একাধিক অভিযোগ ছিল । এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

No comments:

Post a Comment