সিরাজগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা। আটক ১ জন - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, July 18, 2020

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা। আটক ১ জন


স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪র্থ শ্রেণির  ১ শিক্ষার্থীকে  যৌন হয়রানীর অভিযোগের  দায়ে ১ জনকে গ্রেফতার করে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে । গ্রেফতারকৃত লম্পট উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা মধ্যপাড়া গ্রামের আবুল হোসেন মাষ্টারের পুত্র রুস্তম আলী (৫০)।

 মামলা সূত্রে জানাযায় গত বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে একই গ্রামের জনৈক ব্যক্তির ৪র্থ শ্রেণির স্কুল পড়-য়া কন্যা (১১) প্রকৃতির ডাকে প্রতিবেশি ঠান্ডু শেখের বাথরুমে গেলে পূর্বে থেকে ওৎপেতে থাকা রুস্তম আলী বাথরুমের ভিতরে ডুকে ঐ ছাত্রীকে যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে তার মা ও প্রতিবেশিরা এগিয়ে এসে ঐ ছাত্রীকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে, তখন লম্পট রুস্তম আলী দৌড়িয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে তার মা বাদী হয়ে রুস্তম আলী (৫০) কে আসামি করে রায়গঞ্জ থানায় একটি ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় মামলা দায়ের করে। যার মামলা নং- ০৮, তারিখ- ১৭/০৭/২০২০ইং। রায়গঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করেন। ধৃত আসামীকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করেছে।

No comments:

Post a Comment