লিমা আক্তার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে গফরগাঁওয়ে করোনা দূর্যোগকালীন মূহুর্তে অসহায়দের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন গফরগাঁও থানার মানবিক অফিসার ইনচার্জ অনুকূল সরকার। বাংলাদেশে করোনা পরিস্থিতি মহামারী আকার ধারন করলে সাধারণ জনগণ আতংকিত হয়ে পরে। এতে করে শিশু কিশোর বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকায় সারাদেশের ন্যায় ময়মনসিংহে ও লকডাউন ঘোষণা করা হয়। তদ্রূপ গফরগাঁও উপজেলাকে ও লকডাউন ঘোষণা করা হয়।লকডাউনের ফলে অসহায় হয়ে পড়ে শত শত পরিবার।এই পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের মুখে ঠিক মত খাবার জুটছেনা ঠিক সেই মুহূর্তে গফরগাঁওয়ের মানবিক ওসি তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি গফরগাঁও থানা পুলিশের উদ্যেগে দেড় শতাধিক এর অধিক পরিবার কে খাদ্য সহায়তা (চাল,ডাল,তেল ,আলু, সবজি,ডিম,দুধ)
প্রদান করেন। উল্লেখ্য, গফরগাঁওয়ে করোনা শুরু হওয়ার পর পরই গফরগাঁও থানা পুলিশের পক্ষ থেকে ওসি অনুকূল সরকার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাটবাজার মনিটরিং,মাইকিং, লিফলেট বিতরণ ও সচেতন মূলক র্্যলী। এবিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন,, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানের নির্দেশনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গফরগাঁও থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এপর্যন্ত গফরগাঁওয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ জন।মোট সুস্থ-৩৭ জন।মোট মৃত্যু-১ জন(এই রিপোর্ট প্রকাশের আগ পর্যন্ত)।
তিনি বলেন পূর্বের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে যাতে সকলে সচেতনতা অবলম্বন করে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments:
Post a Comment