কচুয়ার ইকরাম মুন্সিকে "একাত্তরের আর্তনাদ" সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, July 13, 2020

কচুয়ার ইকরাম মুন্সিকে "একাত্তরের আর্তনাদ" সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন


মোঃ সবুর খান,বিশেষ প্রতিনিধিঃ  চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের আওতাধীন বুধুন্ডা গ্রামের ঐতিহ্যবাহী মুন্সী বাড়ীর সন্তান মো. ইকরাম মুন্সীকে গত ১১ / ০৭ / ২০২০ ইং তারিখে একাত্তরের আর্তনাদ '' দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে সর্বদা আমরাই '' এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক পদে ঘোষনা করায় সংগঠনের উদ্যোক্তা প্রধান সমন্বয়ক দীপাঙ্কর ভৌমিক ও সমন্বয়ক আসলাম শাহজাহানকে  জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

No comments:

Post a Comment