আমিনুল ইসলাম হিরো,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ১শত পিচ ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। গ্রেফতাকৃতরা হলো উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামের মাঃ আবু সাঈদের ছেলে মোঃ শাহিন খাঁ (২৭) ও সলঙ্গা থানার সাতকুরশি উত্তরপাড়ার -মোঃ আলহাজ্জ প্রামানিকের ছেলে মোঃ নয়ন হাসান (১৮)।
শনিবার (১১জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন, র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মোঃ এরশাদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া নিমগাছি এলাকার সোনাখাড়া পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত মোবাইল এবং সীম কার্ড জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment