সুলতানুল বাঙাল হযরত শাহজালাল মজররদ ইয়েমেনী রঃ এর ৭০১ তম মহাপবিত্র ওরশ মোবারকে আমার লেখা একটি শানে সুলতানুল বাঙাল - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Sunday, July 12, 2020

সুলতানুল বাঙাল হযরত শাহজালাল মজররদ ইয়েমেনী রঃ এর ৭০১ তম মহাপবিত্র ওরশ মোবারকে আমার লেখা একটি শানে সুলতানুল বাঙাল



 ইয়া শাহজালাল ইয়ামেনী ইয়া শাহজালাল ইয়ামেনী
নায়েবে রাসুল তুমি ওলিকুল শিরোমনি
ইয়া শাহজালাল ইয়ামেনী ইয়া শাহজালাল ইয়ামেনী
শাহেনশাহে ওলি তুমি সুলতানুল বাঙালা
মরনকালে আমি চাই গো তোমারই শাহারা
তোমার প্রেমে পাগল হয়ে কাঙাল হতে চাই আমি
কোথায় গেলে পাবো তোমার এ অধম নাহি জানি
দয়া করো কৃপা করো ওহে মুনিব ও বাদশাহ
তুমি বিনে এ সংসারে আমি হই পাগলপাড়া
গোলাম করে নিও আমায় আমি যে ছন্নছাড়া
সিলেট শরীফ দরগাহ তোমার বহুদুরে বাড়ি আমার
দিদার দিয়ে ওহে দয়াল মিটাও মনের আশা আমার
ইয়া শাহজালাল ইয়ামেনী ইয়া শাহজালাল ইয়ামেনী
নায়েবে রাসুল তুমি ওলিকুল শিরোমনি।

No comments:

Post a Comment