রাজশাহী মহানগর কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Wednesday, July 1, 2020

রাজশাহী মহানগর কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন


সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী এক বছর সারাদেশে এক কোটি গাছ লাগানোর যে কর্মসূচী গ্রহণ করেছেন তারই অংশ হিসাবে রাজশাহী মহানগর কৃষকলীগ  আজ বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন করেন।
করোনা কালীন সময়ে খুবই স্বল্প পরিসের স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচী  ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, এম পি, আরো উপস্থিত ছিলেন কৃষকলীগ রাজশাহী বিভাগের সমন্বয়ক জনাব আব্দুল লতিফ তারিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
রাজশাহী মহানগর কৃষকলীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব সাকির হোসেন বাবু 'র সঞ্চালনায় আরো উপস্থিত রাজশাহী মহানগর কৃষি বিষয়ক সম্পাদক জনাব মুকুল, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি জনাব মোঃ জিয়াউর রহমান লিটন, মতিহার থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, কৃষক নেতা আশিক প্রমুখ।
কেন্দ্রীয় নেতৃবিন্দ দৃড় ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচী বাংলাদেশ কৃষক লীগ সর্বত্নক ভাবে সফল করার চেষ্টা করবে, সে লক্ষ্যে রাজশাহী মহানগর কৃষকলীগ কে ও নানা দিক নির্দেশনা প্রদান করেন।
রাজশাহী মহানগর কৃষকলীগ নেতৃবিন্দ ও অঙ্গীকার করেন সবুজে ঘেরা এ নগরিতে বৃক্ষ রোপণ কর্মসূচী সফল করে একে আরো সবুজায়ন করা এবং মাননীয় মেয়র মহোদয় ঘোষিত গ্রীন সিটি ক্লিন সিটির অভিযান বাস্তবান করা।
সব শেষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করা হয়।

No comments:

Post a Comment