সৌমেন মন্ডল রাজশাহী ব্যুরোঃ মাননীয় প্রধানমন্ত্রীর ভিক্ষুকমুক্ত মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় কিভাবে ভিক্ষা না করে সচ্ছল জীবন যাপন করা যায় তা চিন্তা করে বাঘায় ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে বাঘা উপজেলা পরিষদের পক্ষ থেকে বাছাইকৃত ৮জন ভিক্ষুককে বিভিন্ন উপকরণ সহায়তা দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টাকে বেগবান করতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এতে করে প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যাচাই-বাছাইআন্তে আজ এই আটজনকে উন্নয়ন সহায়তা প্রদান করা হয়।
ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন কালে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, ভিক্ষা করতে আল্লাহ নিষেধ করেছেন। বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে ভিক্ষুক মুক্ত করার জন্য ভিক্ষুকদের পুনর্বাসনের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আমরা উপজেলা পর্যায়ে ডাটাবেজ তৈরি করছি। মোটিভিশনের মাধ্যমে সকল ভিক্ষুককে পর্যায়ক্রমে অর্থ সহায়তা দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভিক্ষুক পুর্নবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রায় এক বছর আগে বাঘায় ৫০ জন ভিক্ষুককে নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় অনেকেই ভিক্ষাবৃত্তি ছাড়তে রাজি হননি। তবে যারা স্বাভাবিক জীবন যাপনে ফিরতে চেয়েছেন, তাদের তালিকা করে আজ বুধবার ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের উদ্বোধন করা হলো। এখন থেকে পর্যায়ক্রমে অন্যান্য ভিক্ষুকদেরও নানা রকম উপকরণ ও সুযোগ সুবিধা দেয়া হবে।
প্রথম তালিকার ৮ জনের মধ্যে, ৩ জন ভিক্ষুককে তিনটি করে ছাগল, ২ জন মহিলা ভিক্ষুককে সেলাই মেশিন ও কাপড়, ২ জনকে মুদি দোকান সামগ্রী এবং একজন প্রতিবন্ধী ভিক্ষুককে ভ্যানগাড়ি প্রদান করা হয়।

No comments:
Post a Comment