রাজশাহী অলোকার মোড়ে ৩৫ লক্ষ টাকা ছিনতাই - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Thursday, June 18, 2020

রাজশাহী অলোকার মোড়ে ৩৫ লক্ষ টাকা ছিনতাই



সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী নগরীর অলকার মোড়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা । রানীবাজার এলাকার ভিভো মোবাইল ডিলার ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন । পথিমধ্যে ব্যাংকে পৌছার পূর্বেই দু ছিনতাইকারী মোটরসাইকেলে এসে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায় ।

এ সময় টাকার ব্যাগ হাতে থাকা লোকটি ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে গেলেও সে চিৎকার করতে থাকে কিন্তু কেউ সেখানে এগিয়ে না আসায় ছিনতাইকারীরা সহজেই টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে বোয়ালিয়া থানার এসআই মতিন জানান, অলকার মোড়ে অবস্থিত ভিভো শোরুম থেকে একজন কর্মচারী নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পাশেই অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় রাস্তার উপরে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভিভো মোবাইল ব্র্যান্ড এর শোরুম এর স্বত্বাধিকারী রিঙ্কু বিষয়টি নিশ্চিত করেছেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তদন্তে গেছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:

Post a Comment