ঈদের নামাজরত অবস্হায় ঈমামের মত্যু: এলাকায় শোকের মাতম - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, May 25, 2020

ঈদের নামাজরত অবস্হায় ঈমামের মত্যু: এলাকায় শোকের মাতম



নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবারের সাথে ঈদের আনন্দ করা হলো না ঈমাম আইয়ুব আলীর। আনন্দের দিনে পরিবারে সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার পরিবারে যেন আনন্দের পরিবর্তে এখন শুধুই শোকের মাতম। এমনই ঘটনা সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় ঈমামের মৃত্যু হয়েছে। নিহত ঈমাম আইয়ুব আলী (৭০) শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের মৃত দেরাজ আলী মুন্সীর ছেলে এবং শেলাচাপরি গ্রামের বাসিন্দা ছিলেন। জানা যায়, (২৫ মে) আজ সোমবার সকালে শেলাচাপরি গ্রামের মসজিদে ঈদের নামাজ পড় অবস্থায় সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে রুপবাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, তিনি একজন অত্যান্ত ভালো মানুষ ছিলেন, তার এই মৃত্যুতে আমার গভীর ভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার এই মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment