সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে সরকারি নির্দেশনা মেনে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় নগরীর হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে। এই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ রেজাউল করিম।
এছাড়া নগরীর সাহেববাজার বড় মসজিদে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। রানীবাজার জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সোয়া আটটায়।
নির্দেশনামত বাহির থেকে আসা মানুষকেমসজিদে আসতে নিষেধ করা হয়। এছাড়া মুসুল্লিদের বাড়ী থেকে অজু করে মাস্ক পড়ে আসতে হয়। স্বাস্থ্যবিধি অনুযায়ী মসজিদে রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থা। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নিজ বাড়ীতে নামাজ আদায় করেছেন।

No comments:
Post a Comment