মোঃ আকবর হোসাইন নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাকে সাজা পরোয়ানা তামিলে কৃতিত্ব স্বরূপ শ্রেষ্ঠ থানার পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের আয়োজনে গত মার্চ-জুন'২০ সংকটকালীন সময়ে অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাজা পরোয়ানা তামিলের ক্যাটাগরীতে বেগমগঞ্জ মডেল থানাকে শ্রেষ্ঠ থানার পুরস্কার প্রদান করেন ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) জনাব খন্দকার গোলাম ফারুক। এতে কৃতিত্বের সম্মাননা স্বারকটি গ্রহণ করেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী।
উল্লেখ্য, গত মার্চ, এপ্রিল, মে, জুন এই চার মাসে বেগমগঞ্জ তথা পুরো নোয়াখালীতে করোনা রেড জোন খ্যাত ও সবচেয়ে ব্যস্ততম জনপদ চৌমুহনী বাজারে পুরোপুরি লকডাউন কার্যকর ও করোনা সংকট মোকাবেলায় নিরাপত্তা নিশ্চিত করণ, জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্তান্ত হয়েও পুলিশের সেবার কার্যক্রম পরিচালনায় বেগমগঞ্জবাসী বেগমগঞ্জ মডেল থানার সকলের প্রতি কৃতজ্ঞ।

No comments:
Post a Comment