বরুড়ার রামমোহন বাজারে সামান্য বৃষ্টিপাতেই রাস্তাঘাটের বেহাল দশা - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Thursday, July 16, 2020

বরুড়ার রামমোহন বাজারে সামান্য বৃষ্টিপাতেই রাস্তাঘাটের বেহাল দশা




মোঃ এমরান হোসেনঃ কুমিল্লার বরুড়া উপজেলার রামমোহন বাজারে সামান্য বৃষ্টিপাতেই রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়ে চড়ম জনদূর্ভোগের সৃষ্টি হয়। যার ফলে বাজারের ক্রেতা,বিক্রেতাসহ পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। যার ফলে বাজারের ব্যবসায়ীরাও নানা সমস্যায় ভোগেন।

এই সমস্যার কারনে একদিকে যেমন বৃষ্টির সময় ক্রেতারা বাজারে আসতে সমস্যা হয়, অপর দিকে আবার বাজারের ব্যবসায়ীরাও ঠিকমতো পন্য বিক্রয় করতে পারছেন না। যার ফলে তারা আশানুরূপ উপার্জনে বাধাগ্রস্ত হয়ে পরছে।

রামমোহন বাজারের ব্যবসায়ীরা জানান,রামমোহন বাজারে সামান্যবৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে কাঁদার সৃষ্টিহ।  যার ফলে আমরা আশানুরূপ কেনা বেচা করতে পারছিনা।  ইতি মধ্যেই বাজারের মেইন গলি ও চান্দিনা রোডের কাজ চলছে। কয়েকটি গলিতে বৃষ্টির পানি চলাচলের জন্য ড্রেন নির্মানেরও কাজ চলছে। যদি বাজারের সবগুলো গলিতে ড্রেন নির্মান করে পানি চলাচলের ব্যবস্থা করা   হয় তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

রামমোহন বাজারের এই সমস্যাটি দ্রুত সমাধানের জন্য রামমোহন বাজার পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন বাজারের ক্রেতা ও ব্যবসায়ীবৃন্দ।

No comments:

Post a Comment