আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব ইন্তেকাল করেছেন - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Tuesday, July 7, 2020

আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব ইন্তেকাল করেছেন



মাওলানা মোঃ এমরান হোসাইন   চান্দিনা, কুমিল্লা প্রতিনিধিঃ ঐতিহাসিক এশিয়াখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শায়খুল হাদীস, বাংলাদেশ ইসলামী ছাএসেনার প্রতিষ্ঠাতা। 

শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব ইন্তেকাল করেছেন।

( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) 

সকালে জানাজা হওয়ার কথা ছিলো, সরকারি আদেশে রাত ১২ টায় জানাজা সম্পূণ করেন।  
এত রাত হওয়ার পরেও মানুষ কতটুকু ভালোবাসে তাকে দেখিয়ে দিয়েছে।
রাএে মানুষ না ঘুমিয়ে হুজুরের জানাজায় শরিক হওয়ার জন্য হাজার হাজার মানুষের ঢল।

দেশ বাসি সবাই আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেবর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। 

মানুষ আজ তার মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়েছে। তিনি তার জীবনটা সুন্নিয়তের পথে কাটিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাত ওয়ালা বানিয়ে দাও। 
আমিন, আমিন, আমিন।

No comments:

Post a Comment