শাহীন চাকলাদার এমপি কে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, July 18, 2020

শাহীন চাকলাদার এমপি কে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা


স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর প্রতিনিধিঃ ১৪ জুলাই যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে  বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। নব নির্বাচিত যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি শাহীন চাকলাদার কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবিন্দু।

আজ শনিবার (১৮ জুলাই) দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে বিপুল ভোটে এমপি নির্বাচিত  শাহীন চাকলাদার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী, যশোর জেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক তোরাব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তফা, ইউনুস আলী, নাসির উদ্দিন, আব্দুল ওহাব, মুনকীর হোসেন, ইসমাইল হোসেন, আমিন উদ্দীন, সেলিম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাদের, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়ারুল হক জুয়েল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা টিপু সুলতান দিপু, শহীদুল ইসলাম খোকন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, রাজন হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ২ হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।

No comments:

Post a Comment