রাজধানীর আদাবরে ৪ মাসের শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, July 6, 2020

রাজধানীর আদাবরে ৪ মাসের শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা



এমরান হোসাইন চান্দিনা,কুমিল্লা প্রতিনিধিঃ রাজধানীর  আদাবরে ৪ মাসের শিশু সাদিয়াকে ব্লেড দিয়ে গলা কেটে নির্মম ভাবে হত্যা করেন। এক দল অমানুষ ডাকাত।

জানাযায়, শিশু সাদিয়ার  মা তাকে সকালে গোসল করিয়ে  ঘুম পারিয়ে রেখে তার বাসার পাশে তার মায়ের বাসায় যায়।কিছুক্ষন পর বাচ্চার মা ঘরে এসে দেখেন।বাচ্চার গলা কাটা আর বাচ্চার গলা দিয়ে প্রচুর রক্ত  ঝড়ছে এবং এক পর্যায়ে তার  মৃত্যু হয়।

( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

সাদিয়া আক্তারের নির্মম মৃত্যুতে এলাকাবাসী সবাই গভীর শোক প্রকাশ করেছে এবং উত্তেজিত এলাকাবাসী খুব শীগ্রই খুনীকে আইনের আওতায় এনে সাস্তি দেওয়ার জন্য দাবী করছে। 

পুলিশ এই  অমানুষ খুনিকে ধরতে তদন্ত করছে।

No comments:

Post a Comment