
এমরান হোসেন,চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় মুজিববর্ষ উপলক্ষে ইউপি চেয়ারম্যানের নেতৃত্ব বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জুলাই বৃহস্পতিবার উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাইজখার ইউনিয়নের সনামধণ্য চেয়ারম্যান চেয়ারম্যান জনাব সেলিম প্রধান সাহেবের নেতৃতে বাংলাদেশ কৃষকলীগকর্মী মাজহারুল, শামসুদ্দিন, মীর্জা লিয়াকত হোসেন ও সাবরিনা আক্তার সুমি
বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এসময় ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ কর্মীরা রাস্তার দু পাশে গাছের চারা রোপন করে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন এবং কর্মসূচি শেষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এসময় রাজনৈতিক বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment