মোঃ জুয়েল রানা,দৈনিক নতুন সংবাদ ডেস্কঃ কচুয়ায় নতুন করে ২জনের করোনা পজেটিভ শনাক্ত, এ পর্যন্ত পর্যন্ত ৪২জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১ জুলাই বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানান হয়েছে। নতুন আক্রান্তরা হল,জগতপুর গ্রামের আজিম হোসেনর ছেলে সুলতান আহমেদ(৯৫) এবং আশ্রাফপুর এলাকার কৃষি ব্যাংক কর্মকর্তা হোচ্ছাম হায়দার(দ্বিতীয়বার)।
তাছাড়া ৩০জুন কচুয়া থানার এসআই আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স রেনু বেগম,পলাশপুর ফরিদা মঞ্জিলের সুমাইয়া আক্তার ও বুধুন্ডা গ্রামের আ: মান্নান (দ্বিতীয়বার) করেনা পজেটিভ শানক্ত হয়েছে। পৌরসভার পলশপুর ফরিদা মঞ্জিলের প্রয়াত দেলোয়ার মাষ্টারের কন্যা সুমাইয়া সুমাইয়া আক্তারের করোনা পজেটিভ শনাক্ত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স রেনু বেগমকে হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে,পুলিশ সদস্য এসআই আমজাদ হোসেন পৌরসভার বাসস্থানে হোমকোয়ারেন্টাইনে আছে।বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের আ: মান্নান তার বাড়িতে পূর্ব থেকে হোমকোয়ারেন্টাইনে রয়েছে।
কচুয়ায় এ নিয়ে ৬ পুলিশ সদস্যের ২দুইজন সুস্থ্য হয়ে কাজে যোগদান করেছে। কচুয়ায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ জন্য।

No comments:
Post a Comment