সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক নতুন সংবাদের বার্তা সম্পাদক মোঃ শাকিবুল হাসান শাকিব - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Wednesday, July 22, 2020

সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক নতুন সংবাদের বার্তা সম্পাদক মোঃ শাকিবুল হাসান শাকিব



"ঈঁদ মোবারক" ঈদ মানে হাসিখুশি,ঈঁদ মানে আনন্দ।  মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দৈনিক নতুন সংবাদের সকল প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা,পাঠক সহ দেশের সকলকে জানাই পবিত্র ঈঁদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। 

দীর্ঘ এক বছর সাধনার পর এবার আমাদের একটু ভিন্নভাবে ঈদ পালন করতে হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। প্রানঘাতী করোনাভাইরাসের কারনে আমাদের মাঝে মহাবির্পয় হিসেবে নেমে এসেছে। আপনারা একে অন্যের জন্য দোয়া প্রার্থনা করেন। যে যেখানে আছেন সেখানেই ঈদ পালন করুন। নিজে ঘরে থাকুন অন্যকে ঘরে রাখুন। আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন, নিরাপদে থাকুন।

                           শুভেচ্ছান্তে
                মোঃ শাকিবুল হাসান শাকিব
         বার্তা সম্পাদকঃ দৈনিক নতুন সংবাদ

No comments:

Post a Comment