রাকিব হোসেন,(চান্দিনা)কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় মামাদের ধর্ষণের শিকার হয়ে ভাগ্নী তিন মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছে। চান্দীনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, ভোমরকান্দি গ্রামের পারভীন বেগমের মেয়ে ও ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লিজা আক্তারকে তার দূর সম্পর্কের তিন মামা একই গ্রামের সফিউল্লাহ,মাসুম ও সোহাগ পৃথকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে ধর্ষণ করলে সে তিন মাসের অন্তর্সত্বা হয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি শালিশী বৈঠক বসলে সেখানে অভিযুক্ত তিন জনের মধ্যে সোহাগ ও মাসুম ভিকটিমের গায়ে হাত দেওয়ার বিষয়টি শিকার করলেও ধর্ষনের ব্যাপারটি অস্বীকার করে এবং সফিউল্লা পুরো ঘটনাটি ই অস্বীকার করে তারা তিন জনেই তাদের নামে একটি মিথ্যা স্বরযন্ত্রের চেষ্টা চলছে বলে দাবী করে।
এ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের মা পারভীন বেগম ২৯ জুন সোমবার কুমিল্লা আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানাযায় ভিকটিম গরীব হওয়ার কারনে লেখাড়ার পাশাপাশি ১নং আসামী সফিউল্লার বাড়িতে জ্বীয়ের কাজ করতেন। সেই সুযোগে সফিউল্লার বাড়িতে কেউ না থাকায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এবং পরে তার সাহায্যে বাকি দুই আসামী মাসুম ও সোহাগ একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে ধর্ষণ করে।

No comments:
Post a Comment