
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর হিমানন্দকাঠি বাজার সংলগ্ন এই রাস্তাটি রমজানকাঠি কারিগরি কৃষি কলেজ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ৷ এই রাস্তায় চলাচল করে ৩০ থেকে ৩৫ পরিবার। ঐ এলাকা বাসীর মধ্যে রীতিমতো সপ্ন হয়ে দেখা দিচ্ছে এই রাস্তাটি।
তাদের ধারনা হয়তো যুগের পর যুগ চলে গেলেও চলাচলের উপযুক্ত হবে না এই রাস্তাটি ৷ বৃষ্টির সময়ে চলাচলের উপযোগী বলে মনে হচ্ছে না ৷ এতে ঘটতে পারে দূর্ঘটনা ৷ বার বার রাস্তাটি পাশ হয়েছে বলে এলাকাবাসী শুনতে পাচ্ছে আরও ১৫ বছর আগে থেকে ৷ প্রতিদিন জনগনকে হাটতে হয় দীর্ঘ কর্দমাক্ত পথ আবার কখনো কখনো দেখা যায় বয়স্ক লোক এবং বাচ্চাদের হোঁচট খাওয়ার ঘটনা প্রতিনিয়ত।
এলাকাবাসীর ধারনা তাদের এই সপ্নটা সপ্ন থেকে যাবে ৷ এলাকাবাসী সংসদ সদস্য ঝালকাঠি বাঁশির নয়নমণি আলহাজ্ব আমির হোসেন আমু তার নিকট আকুল আবেদন করেছেন।হিমানন্দকাঠি বাজার সংলগ্ন হতে রমজানকাঠি কৃষি কলেজ পর্য্যন্ত এই রাস্তাটি সংস্কার করার জন্যে দৃষ্টি কামনা করেন ৷
No comments:
Post a Comment