মোঃ এমরান হোসেন,চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ যে মায়ে ১০মাস ১০দিন নিজের পেটে সন্তানকে যত্ন করে লালন পালন করেছেন। সেই মা আজ সন্তানের হাতে রক্তাক্ত, এ কেমন সন্তান নিজের মাকে মারলো।
বর্তমান যুগে বিশ্বের প্রায় দেশেই দেখা যায়,সন্তানেরা মাকে মেরে রাস্তায় ফেলে রাখে,বাড়ি থেকে বের করে দেওয়া সহ মায়ের উপর চালায় অমানুষীক নির্যাতন। একটু ভেবে দেখুন মা কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারন করে ১০মাস ১০দিন লালন পালন করছেন। আমি পৃথিবীতে আসার পর মা নিজের সকল আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের সুখকে বিশর্জন দিয়ে আপনাকে লালন পালন করে মানুষ করে তুলেছেন। তাহলে কেনো আজ মায়ের উপর এই নির্মম অত্যাচার।
এ রকম সন্তান যেন বাংলার বুকে না হয় সরকারের কাছে একটা দাবি রইলো। পাশাপাশি সকল ভাইদের প্রতিও অনুরুধ করে বলছি আপনারা মায়ের মনে কখনো আঘাত দিবেননা। মায়ের উপর কখনো নির্যাতন চালাবেননা। কেননা মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেশ।
তাই আমি চাইবো কোনো সন্তান যেনো তার মায়ের সাথে খারাপ আচরণ না করে মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়। মাকে সবসময় হাসি খুশী রেখে মায়ের আশা আকাঙ্ক্ষা পূরন করে।
তাহলেই মা সন্তানের উপর খুশী থাকবেন।

No comments:
Post a Comment