হাজীগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়ার মৃত্যু - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Sunday, June 28, 2020

হাজীগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়ার মৃত্যু



সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত প্রশিক্ষক রোকেয়া বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া....রাজেউন)। রবিবার(২৮জুন) সকাল সাড়ে ছয়টায় তিনি হাজীগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।

রোকেয়া বেগম হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ির মৃত সোনা মিয়ার মেয়ে। তাঁর বাবা-মা এবং স্বামী মোশারফ হোসেন চৌধুরীসহ ছেলে ও মেয়ে কয়েক বছর পূর্বে মারা যান। তিনি মূলত একাকিত্ব জীবন-যাপনসহ বাবার বাড়িতে থেকেই সরকারি চাকুরি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, রোকেয়া বেগম বহুদিন ধরে ডায়াবেটিস ও গ্যাস্ট্রিক-আলসার জনিত রোগে ভুগছিলেন। রবিবার(২৮জুন) সকালে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে রোকেয়া বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়াসহ সরকারি কর্মকর্তা ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment