সিরাজগঞ্জে ৮ পুলিশ সহ মোট ১৪ জনের করোনা শনাক্ত - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Wednesday, June 3, 2020

সিরাজগঞ্জে ৮ পুলিশ সহ মোট ১৪ জনের করোনা শনাক্ত



আমিনুল ইসলাম হিরোঃ
সিরাজগঞ্জের বেলকুচি থানার ৮ পুলিশ সদস্য সহ নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭২ জন।
বুধবার ( ৩ জুন ) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টের রিপোর্টে  ৮০ জনের নেগেটিভ এবং ১৪ জনের পজেটিভ এসেছে। নতুন নতুন আক্রান্তদের  মধ্যে ১০ জনই তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলায়। এর মধ্যে ৮ জন বেলকুচি থানা কনস্টেব। বাকী ৪ জনের মধ্যে চৌহালী উপজেলার ২ জন, সিরাজগঞ্জ সদর উপজেলার ১ জন ও কামারখন্দ উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৭২ জন। এর মধ্যে এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ জন। করোনায় মৃত ২ জনের বাড়ীর বেলকুচি উপজেলায়।  এখন চিকিৎসাধীন রয়েছে ৬২ জন।
পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর আরো জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন করে কোন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের মধ্যে সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। জেলায় সর্বমোর্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ৩ হাজার ৯৩০ জন এবং এদের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৩৭ জন।

No comments:

Post a Comment