কচুয়ায় কাচা সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Sunday, June 21, 2020

কচুয়ায় কাচা সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি



মোঃ জুয়েল রানা, দৈনিক নতুন  সংবাদ ডেস্কঃ  চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের কাচা সড়কটি বেহাল দশা ও জনদূভোর্গে পরিণত হয়েছে। উপজেলার  বুধুন্ডা গ্রামের বেহাল সড়কটুকু দক্ষিন বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক  উত্তর বুধুন্ডা দিয়ে পার্শ্ববর্তী গ্রাম হরিপুর গিয়ে মিলিত হয়।

 এই গ্রামের হাজার হাজার লোকজন বাজারে যাতায়াত করে থাকে। সামান্য  বৃষ্টি আসলে কাঁদায় চলাফেরা করতে  সমস্যার সৃষ্টি হয়। উক্ত রাস্তাটুকু কর্দমাক্ত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, গ্রামের ছোট বাচ্চা ছেলে- মেয়েরা স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়।

এই অবহেলিত গ্রামের লোকজন বলেন, রাস্তাটি দেখার কেউ নেই। পাশ্ববর্তী অনেক রাস্তাই পাকা করণ করা হয়েছে।অথচ এ পুরাতন রাস্তাটি অদ্যবদি পাকা করণ কাজের উদ্যোগ নেয় নি কেউ।

 উক্ত এলাকার লোকজনের জোরালো প্রাণের দাবী চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরে হস্তক্ষেপ ও কতৃপক্ষের সূ-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।


No comments:

Post a Comment