কচুয়া (চাঁদপু) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইন না মানায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক এমদাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৬ জুন) কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা এমদাদ উল্লাহকে সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইন না মেনে রাস্তায় অবাধে চলাফেরা করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। কচুয়া পৌর এলাকার গরু বাজার সংলগ্ন একটি বাসায় এমদাদ উল্লাহ তাঁর পরিবার নিয়ে বসবাস করে।৩ জুন এমদাদ উল্লাহর আত্মীয় ফারহানা আক্তার রুনার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি ওই দিন ডুমুরিয়া থেকে এমদাদ উল্লাহর পৌরসভার বাসায় উঠে । সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ওই বাসাটি লকডাউন করে দেয়। করোনায় আক্রান্ত ফারহানা আক্তার রুনার সংস্পর্শে আসা সকলকে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়। ১৭ জুন পর্যন্ত ওই বাসায় অবস্থানকারীগন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। পরবর্তীতে ফারহানা আক্তার রুনা ঢাকায় আইসোলেশনে চলে যায়। ৫জুন শুক্রবার হোম কোয়ারেন্টাইন না মেনে এমদাদ উল্লাহ কচুয়া বাজারে চলাফেরা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এবং কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিষ্ট্রেট একি মিত্র চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এমদাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ১১দিন হোম কোয়ারেন্টাইনে বাসায় থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।
Tuesday, June 9, 2020
New
কচুয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানা
About Daily notun songbad.com
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment