২৯/০৬/২০২০ইং তারিখ সোমবার দিবাগত রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বৃদ্ধ সালেহা বেগম সোমবার রাতে রাজাপুর থানায় হাজির হয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, সালেহা বেগম তার অসুস্থ স্বামী রুস্তুম আলীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। একই বাড়ির মৃত আব্দুল মালেক হাওলাদার এর ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজের অফিস সহকারী মোঃ বাবুল হাওলাদার এর সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।
হঠাৎ করে সোমবার দিবাগত রাতে বাবুল তার লোকজন নিয়ে বৃদ্ধ পরিবারটির একমাত্র চলাচলের পথে পাঁকা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। কেবল এ পরিবারটিই নয়, আরও তিনটি পরিবারের চলাচলের পথ বন্ধ হলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এদিকে থানায় অভিযোগের পর পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে বাবুলকে তার কাজ বন্ধ করতে নির্দেশ দেয়। কিন্তু ৩০/০৬/২০২০ইং তারিখ মঙ্গলবার সকালেও নির্মাণ কাজ চলমান ছিলো ।
এ ব্যাপারে তদন্তকারী অফিসার রাজাপুর থানার এসআই মোঃ আবুল হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে বাড়ির রাস্তার মধ্যে নির্মাণাধীন পিলার দেখে বিবাদীকে কাজ বন্ধ রাখতে নোটিশ দেয়া হয়েছে।
আর অভিযুক্ত মোঃ বাবুল হাওলাদার এর কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিজের জায়গার মধ্যেই কাজ করছেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন বলেন, রাতে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার জন্য বাবুলকে নোটিশ করা হয়েছে।

No comments:
Post a Comment