কচুয়ায় নতুন ২জনসহ ১৪ জনের করোনা শনাক্ত - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Thursday, June 4, 2020

কচুয়ায় নতুন ২জনসহ ১৪ জনের করোনা শনাক্ত

মোঃ জুয়েল রানা, দৈনিক নতুন সংবাদ ডেস্কঃ চাঁদপুরের কচুয়ায় নতুন ২জনসহ ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ৩জুন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নতুন করে ২ জনের করোনা পজেটিভ শনাক্তের তথ্য জানা যায়। নতুন করে করোনা পজেটিভ শনাক্তরা হল: বারৈয়ারা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ফেরদৌসী আরা মুক্তা ও কড়ইয়া ইউনিয়নের ফরহানা আক্তার রুনা।সংবাদ পেয়ে প্রতিকুল আবহাওয়ায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্দেশনা অনুযায়ী ফেরদৌসী আরা মুক্তার বাসস্থান তার বাবার বাড়ি পাথৈর ইউনিয়নের পদুয়া ভুইয়া বাড়ি লক ডাউন করে দেয়। এ সময় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু,স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল সেলিম লকডাউনে সহযোগীতা প্রদান করেন। অপর দিকে কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মহিলা লীগের নেত্রী ফারহানা আক্তার রুনা করোনা পজেটিভের সংবাদ নিশ্চিত হওয়ার পর কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বোনের বাসায় চলে আস। উপজেলা নির্বাহী অফিসার জানান ওই বাসা লকডাউনের প্রক্রিয়া চলছে।
এ নিয়ে ৩ পুলিশ সদস্য,২ নার্স ও আয়া,১ মেডিকেল ডেন্টাল টেকনোলজিষ্ট ,১ ইউপি সচিব,১ ওষুধ বিক্রেতা,১ সিএইচসিপি ও ডুমুরিয়া গ্রামের ফরহানা আক্তার রুনা , মৃত হাফেজ জাকারিয়া সুমন,মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিক,তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসার করোনা পজেটিভ শনাক্ত হয়। কচুয়ায় এ পর্যন্ত ১৪জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা করোন সংক্রমন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : সালাউদ্দিন মাহমুদ ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব আবাসিক মেডিকেল অফিসার ডা: সেহেল রানাকে তথ্যের জন্যে তার মোবাইল ফোনে বাব বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ ফোন রিসিভ করেননি

No comments:

Post a Comment