কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় বাড়ির পাশের রাস্তায় বাঁধ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফখরুল ইসলাম(৫৫) নিহত হয়েছে। ১৫ জুন সোমবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মনোহরপুর পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে সফিকুর রহমান তার ঘরের পাশের রাস্তার উপর দিয়ে পাশের বাড়ির বৃষ্টি পানি প্রবাহ বন্ধ করতে বাঁধ দেয়। বাঁধ দেওয়ার বিষয়টি নিয়ে পাশের একই বাড়ির রাস্তার দক্ষিন পাশের ফখরুল ইসলামের সাথে বাক বিতান্ডা হয়। এ সময় পাশের ফখরুল ইসলামের বাড়ির মনু মিয়ার মেয়ের জামাই কামরুল দুজনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফখরুল অসুস্থ্য হয়ে পড়ে।এসময় বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করে। ফখরুল ইসলামের স্ত্রী জানান তার স্বামীকে সফিকুল ইসলাম ঘুষি দিলে সে অসুস্থ্য হয়ে পড়ে। কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ অলি বলেন ফখরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দযেরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Monday, June 15, 2020
New
কচুয়ায় বাড়ির পাশে রাস্তায় বাঁধ দেওয়ার ঘটনায় নিহত -১
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় বাড়ির পাশের রাস্তায় বাঁধ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফখরুল ইসলাম(৫৫) নিহত হয়েছে। ১৫ জুন সোমবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মনোহরপুর পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে সফিকুর রহমান তার ঘরের পাশের রাস্তার উপর দিয়ে পাশের বাড়ির বৃষ্টি পানি প্রবাহ বন্ধ করতে বাঁধ দেয়। বাঁধ দেওয়ার বিষয়টি নিয়ে পাশের একই বাড়ির রাস্তার দক্ষিন পাশের ফখরুল ইসলামের সাথে বাক বিতান্ডা হয়। এ সময় পাশের ফখরুল ইসলামের বাড়ির মনু মিয়ার মেয়ের জামাই কামরুল দুজনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফখরুল অসুস্থ্য হয়ে পড়ে।এসময় বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করে। ফখরুল ইসলামের স্ত্রী জানান তার স্বামীকে সফিকুল ইসলাম ঘুষি দিলে সে অসুস্থ্য হয়ে পড়ে। কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ অলি বলেন ফখরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দযেরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
About Daily notun songbad.com
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
দেশের খবর
Labels:
কচুয়া প্রতিদিন,
দেশের খবর
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment