দেবিদ্বারে গত ৩ দিনে ২৭জন করোনায় আক্রান্ত - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, June 15, 2020

দেবিদ্বারে গত ৩ দিনে ২৭জন করোনায় আক্রান্ত


    মোঃ রুহুল আমীন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ  কুমিল্লার দেবিদ্বারে গত ৩দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২৭জন। এ নিয়ে দেবিদ্বার উপজেলায় করোনা পজেটিভ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।  এই পর্যন্ত মৃত্য হয়েছে ১৫ জনের। এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা: আহম্মদ কবীর। 
    উপজেলা প্রশাসন দেবিদ্বারকে করোনার হট স্পট হিসেবে মৌখিখ ভাবে ঘোষনা করলেও হাটবাজার ও মার্কেট গুলোতে জনসাধারন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক  প্রদত্ত স্বাস্থ্যবিধি না মেনে চলার কারনে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যার ফলে করোনা আতংকে রাত কাটচ্ছেন দেবিদ্বার বাসী। প্রতি দিনই চারদিকে করোনার উপসর্গ  বা অন্যান্য সমস্যা নিয়ে মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। তবে সম্প্রতিক দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে কয়েক জনের মৃত্যু হলে পরিবারের আপন স্বজন, প্রতিবেশীরা লাশ দাফনে এগিয়ে না আসায় লাশ বাড়িতে ও রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকার সংবাদে কুমিল্লা উত্তর জেলা “হ্যালো ছাত্রলীগের ওরা ৪১ এর টিম লিডার আবু কাউছার অনিক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ১০১ টিমের লিডার হাজী লিটন সরকার এর নেতৃত্বে হিন্দু ও মুসলিমদের লাশ দাফন করে যাচ্ছেন। তবে এদের টিমে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছাড়াও রয়েছে ঈমাম, হাফেজ, মুয়াজ্জিন, পুরহিত ও নারী সদস্য।
      দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র সূত্রে জানা যায়, দেবিদ্বারে এই পর্যন্ত ১২৫৬ জনের নমুনা সংগ্র করা হয়েছে, ঢাকা আইসিডিডি আর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রির্পোট পেয়েছে ১১৩২ জনের, এতে পজিটিভ এসেছে ২২৬জন, সুস্থ্য হয়েছেন ১২৩ জন , হোম আইসোলেশনে রয়েছেন ৮০ জান ও মৃত্যু হয়েছে ১৫ জন। 
    তবে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের নির্দেশে উপজেলা প্রসাশন ও থানা পুলিশ নিউমার্কেট এলাকায় সামাজিক দুরত্ব বঝায় রাখতে, জনসমাগম কমাতে ও অহেতুক যানবাহন চলাচল বন্ধ করতে কাজ করে যাচ্ছেন। এবং ঔষদের দোকান ও সবজী বাজার ছাড়া সব মার্কেট বিকাল ৪টা পরে বন্ধ করে দেওয়া হচ্ছে।
      
    দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিব হাসান জানান, করোনা আক্রন্তের সংবাদ পেলেই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে অবহিত করা হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিকে ফোন করে হোম আইসোলেশনে থেকে  চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। ২ জন ম্যাজিষ্ট্রেট, উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারী, ২০/২২ জন পুলিশ  এবং কিছু জনপ্রতিনিধি নিয়ে উপজেলার লাখ লাখ লোককে নিরাপদে রাখতে আমরা দিবা-রাত্রি কাজ করে যাচ্ছি। 

    No comments:

    Post a Comment