কচুয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, June 13, 2020

কচুয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ

     

মোঃ জুয়েল রানা, দৈনিক নতুন সংবাদ ডেস্কঃ  বৈশ্বিক পরিস্থিতিতে নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের উদ্যোগে কচুয়ায় করোনা
ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৩ জুন শনিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারের আয়োজনে অনষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়।
এসময় করোনা ভাইরাসের প্রার্দুভাবে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে আর্সেনিকাম এলবো-৩০ ঔষধের কার্যকরী ভ’মিকা সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সচিব ডা. জাহাঙ্গীর আলম।

উপজেলা হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. তাসলিমা খানমের সভাপতিত্বে ও লক্ষীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. একেএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. মো. আতাহার আলী, কচুয়া পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, ডা. ওয়ালীউল্লাহ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী আনোয়ারুল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা।
আলোচনা শেষে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ৫শত পরিবারের মাঝে করোনা ভাইরাসের প্রতিরোধক ঔষধ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, কচুয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, শিক্ষক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1 comment: