কচুয়ার সাংসদ সম্পর্কে পিএ রাজীব আহমেদ রাজুর পূর্ণাঙ্গ উপস্থাপন - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Friday, June 26, 2020

কচুয়ার সাংসদ সম্পর্কে পিএ রাজীব আহমেদ রাজুর পূর্ণাঙ্গ উপস্থাপন

মোঃ সবুজ পাটোয়ারী, বিশেষ প্রতিনিধিঃ  কচুয়ার অবিসংবাদিত নেতা  এবং বাংলাদেশের জাতীয় নেতা সাবেক কচুয়ার প্রথম ও দুইবারের সফল মন্ত্রী তিন বারের সাংসদ সাবেক সফল সচিব ড.মহীউদ্দীন খাঁন আলমগীর। তিনি ১৯৯৬ সালে পরিকল্পনা, বিমান, ডাক, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন অত:পর সফল হোম মিনিস্টার ,তিনি কচুয়ার অভূতপূর্ব উন্নয়ন রাস্তাঘাট ,ব্রীজ,কালভাট,বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ, গুলবাহার টেকনিক্যাল স্কুল,স্কুল ভবন,কচুয়া ডাকবাংলা,মুক্তিজোদ্ধা ভবন,মাদ্রাসা, মসজিদ সহ কচুয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। যা কচুয়ার মানুষ তাকে আজীবন স্মরণ করবে।
বর্তমানে তিনি চাঁদপুর-১ কচুয়া আসনের বার বার সংসদ সদস্য হিসেবে রয়েছেন,এখনও কচুয়ার জনগণের জন্য কাজ করছেন ওনার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে!

রাজীব আহমেদ রাজু
পিএ, ড. মহীউদ্দীন খান অালমগীর।

No comments:

Post a Comment