কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজীব আহমেদ রাজু - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Monday, June 15, 2020

কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজীব আহমেদ রাজু


মোঃ জুয়েল রানা, দৈনিক নতুন সংবাদ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী মোঃ রাজীব আহমেদ রাজু। শোক বার্তায় তিনি বলেন, সিলেটের নগর পিতা "বদর উদ্দিন আহমদ কামরান" এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে তিনি সকলের কাছে খুব প্রিয় ছিলেন।  তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কামরানের মৃত্যুতে আওয়ামীলীগ আবারও একজন ত্যাগী নেতাকে হারালো।   
পরিশেষে মরহুমের পরিবারের প্রতিও তিনি সমবেদনা প্রকাশ করেন ।

No comments:

Post a Comment