সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীন আদিবাসীদের মানববন্ধন - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Sunday, June 14, 2020

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীন আদিবাসীদের মানববন্ধন



আমিনুল ইসলাম হিরোঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস সম্পত্তি অবমুক্তি স্থগিত পূর্বক খারিজ না দেওয়ার দাবীতে ভূমিহীন আদিবাসী সংগঠন রোববার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানব-বন্ধন কর্মসূচি পালন করেছেন। প্রায় ৫ শতাধিক উপকারভোগী ভূমিহীন সদস্যগণ মানব-বন্ধন শেষে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক সিরাজগঞ্জ বরাবর একটি অভিযোগ পত্র প্রেরণ করেছে। অভিযোগ সূত্রে জানাযায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজীপুর মৌজার ৬৬ বিঘা খাস পুকুর ও ফসলী জমি রয়েছে। উল্লিখিত খাস সম্পত্তির উপরে প্রায় দেড় শতাধিক ভূমিহীন আদিবাসী ও মুসলীম পরিবার ৬০-৭০ বছর যাবৎ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। এ ছাড়া খাস পুকুর ও জলাসায় ভূমিহীন সংগঠন সরকারি বিধি মোতাবেক লিজ গ্রহণ করে মৎস্য চাষ করে জীবন-জীবিকা চালিয়ে আসছিল। উল্লিখিত খাস সম্মত্তি উটরা হাজীপুর গ্রামে মোঃ আবুল হোসেন আনসারী গং ভূমিদস্যুরা নিজেদের নামে খাস সম্মত্তি অবমুক্তি করার লক্ষ্যে নাম জারি খাজনা-খারিজ করার পায়তারা করে আসছে। খবরটি ভূমিহীন পল্লীতে ছড়িয়ে পড়ায় বসবতবাড়ী হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খাস সম্পত্তি অবমুক্তি স্থগিত পূর্বক খারিজ না দেওয়ার দাবীতে ভূমিহীন আদিবাসী ফোরাম মানব-বন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেন। মানব-বন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি শ্যামল কুমার মাহালী, সিরাজগঞ্জ জেলা আদিবাসী ফোরামের ভূমি ও আইন বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র মাহাতো, আদিবাসী ফোরামের সোনাখাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক লক্ষী চন্দ্র মাহাতো, রায়গঞ্জ উপজেলা বন্ধবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক আল মাসুদ সরকার, আদিবাসী ফোরামের সদস্য সন্ধা রানী রাই, বাচ্চু কুমার রাই, মহল চন্দ্র রাই, সাব্বির হোসেন প্রমূখ।

No comments:

Post a Comment