রাজশাহীর বাঘায় আবারও বাড়ল করোনা আক্রান্ত - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Thursday, May 28, 2020

রাজশাহীর বাঘায় আবারও বাড়ল করোনা আক্রান্ত


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে আরও আরও একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। এ নিয়ে রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। আর বাঘা উপজেলায় একজন বেড়ে হলো পাঁচজন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ৪৭ জনের। এতে একজনের নমুনা পজেটিভ এসেছে। তার বাড়ি বাঘা উপজেলায় বলে জানান তিনি।



এর আগে রাজশাহী মেডিকেল কলেজের রামেক ল্যাবে মঙ্গলবার ৯৪ জনের নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে চারজনের নমুনায় করোনা পজেটিভ। এদের মধ্যে একজনের বাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায়। অপর তিনজনের বাড়ি চাঁপাইনববাগঞ্জে।

গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগি শনাক্ত হয়। মঙ্গলবার নতুন দুইজন শনাক্তের মধ্য দিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এর রাজশাহী নগরে আটজন, বাঘায় পাঁচজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় তিনজন, মোহনপুরে ছয়জন, তানোরে ১০ জন ও পবায় দুইজন। এছাড়াও ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহী এসে একজন চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি পবা উপজেলায়।



সোমবার রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, রাজশাহীতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে দুইজন। এর মধ্যে একজনের বাড়ি বাঘা উপজেলায়। আরেকজনে পুলিশ সদস্য। তিনি নওগাঁয় আক্রান্ত হলেও রাজশাহীতে বসবাস করেন এবং মারা গেছেন রাজশাহী মিশন হাসপাতালে। আর এখন পর্যন্ত সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরেছেন হয়েছেন ১১ জন। এখনো করোনা মুক্ত রয়েছে জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলা।

No comments:

Post a Comment