সংবাদদাতা আবশ্যক - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Wednesday, May 13, 2020

সংবাদদাতা আবশ্যক

দেশের জনপ্রিয় অনলাইন  সংবাদ মাধ্যম "দৈনিক নতুন সংবাদ " এর জন্য সারাদেশে সৎ ও কর্মঠ বিভাগীয় ব্যুরো প্রধান,স্টাফ রিপোর্টার,চীপ রিপোর্টার, জেলা,উপজেলা, বিশ্ববিদ্যালয় ও বিশেষ প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে  এইচএসসি পাশ হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

তরুন ও নতুন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা, পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি,জাতীয় পরিচয়  পত্রের ফটোকপি,নাগরিক সনদ ও বায়োডাটাসহ ইমেইলে আবেদন করে যোগাযোগ করুন।

ইমেইলঃ jewelkachua68@gmail.com

মোবাইলঃ ০১৮৬৬০২২৫৬৫

শর্ত ও দিকনির্দেশনাঃ



(০১)       আপনাকে অবশ্যই সততার সাথে দৈনিক নতুন সংবাদের সাথে কাজ করতে হবে।



(০২)       প্রত্যেক মাসে অন্তত ১৫টির ওপরেসংবাদ পাঠাতে হবে, বেশি হলে আরো ভালো।



(০৩)      অপরাধ মূলক সংবাদ (ক্রাইম নিউজ) পাঠালে তার উপযুক্ত তথ্য প্রমান সহ পাঠাতেহবে।



(০৪)       দেশের ক্ষতি হয় এমন কোন কাজ ওসংবাদ সংগ্রহ থেকে নিজেকে বিরত রাখতেহবে।



(০৫)      যেহেতু আপনি একজন সাংবাদিক এবং দৈনিক নতুন সংবাদের  একজন
 প্রতিনিধি তাই আপনার জেলায়আইনশৃংখলা বাহীনির সদস্য-এর সাথে সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে।



(০৬)       প্রত্যেক প্রতিনিধিকে অবশ্যই নিজনিজ জেলার সংবাদ পাঠাতে হবে এবং অন্যকারো লেখা বা কপি করা কোন সংবাদ পাঠানোযাবে না।



(০৭)      কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও নিজেকে মাদক থেকে দুরে রাখতে হবেপ্রয়োজনে আইনশৃংখলা বাহীনির সহযোগিতায়মাদক কারবারীকে ধরিযে দিতে হবে।



(০৮) সংবাদের  পাশাপাশি বিজ্ঞাপন দিতে পারলে উক্ত বিজ্ঞাপনের ৫০% আপনাকে সম্মানী ভাতা হিসাবে প্রদান করা হবে।


এসকল সত্য মেনে চলতে পারলেই আবেদন করতে পারবেন।

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো সংবাদ জানতে ভিজিট করুনঃ https://dailynotunsongbad.blogspot.com/

No comments:

Post a Comment