ফেনী প্রতিনিধি : ফেনী জেলার সোনাগাজীতে কৃষক সেজে অভিনব পদ্ধতিতে জহিরুল ইসলাম জিয়া (২১) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৮মে দুপুরে উপজেলার চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় এলাকার চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গত ২৭ মে বুধবার একই এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে জহিরুল ইসলাম জিয়া নামের এই আসামী। ধর্ষিতা তরুণী বাদী হয়ে জহিরুল ইসলাম জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। তাকে গ্রেফতার করতে সোনাগাজী মডেল থানার তদন্তকারী কর্মকর্তা
এসআই মোঃ শহিদুল ইসলাম ও এএসআই মোঃ নুর আল আহসান অভিনব কৌশল অবলম্বন করেন। তারা লুঙ্গি, গামছা ও গেঞ্জি পরে কৃষক সেজে চরাঞ্চলে দীর্ঘ সময় অবস্থান করে জহিরুলকে গ্রেফতার করেন।ওসি সাজেদুল ইসলাম আরো জানান, ওই তরুনীর শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জহিরুল ইসলাম জিয়া স্থানীয় চরদরবেশ ইউনিয়ন পরিষদের মেম্বার আবু সুফিয়ানের ছেলে।

No comments:
Post a Comment