কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুভার্বে ওকে এন্টারপ্রাইজের পার্টনার প্রকৌশলী শামিম আহমেদ অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ২৪ মে রবিবার কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের নিজ এলাকা তুলপাই গ্রামে প্রায় ৩শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী শাড়ি, লুঙ্গি ও ঈদের শুভেচ্ছা হিসেবে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। ওকে এন্টারপ্রাইজ ইতিপূর্বে কচুয়া পৌর এলাকায় জীবনুনাশক স্প্রেসহ সাংবাদিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পিপিই ও মাস্ক বিতরণ করেছেন। সম্প্রতি তিনি তার এলাকায় ৭২টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল, আলু, তেল ও পিয়াজ বিতরণ করেছেন।
এসময় বিতরণ কাজে সহযোগিতা করেন, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সাহা। একপ্রতিক্রিয়ায় ইঞ্জিঃ শামিম আহমেদ বলেন, সামাজিক দায়বন্ধতা থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি আমার এলাকার হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি

No comments:
Post a Comment