আমিনুল ইসলাম হিরো,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ইজিবাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার দুপুর একটার দিকে কাঠেরপুল-ধানঘরা আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলা সদর কবরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,রায়গঞ্জ পৌরবাসষ্ট্যান্ড থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিক যাচ্ছিল। অপরদিকে হাটপাঙ্গাসী থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক ধানঘরায় আসার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় যানবাহনের ৭যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। মনির আরো জানান দুজনের অবস্থা আশংকাজনক। রায়গঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণে যাত্রীদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

No comments:
Post a Comment